‘এসব ঘটনা সিরিয়াস কিছু নয়’
-স্বরাষ্ট্রমন্ত্রী
‘সিরিয়াস কিছু’- তাহলে কী?
একটি জঙ্গি আস্তানা দুই তিন দিন ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান চালিয়েও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুলিশ সদস্য নিহত হলেন, জীবন সঙ্কটাপন্ন সেনা সদস্যকে সিঙ্গাপুরে নেওয়া হলো। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ- র্যাব- সোয়াত দিয়ে অভিযান চালানো গেল না। সেনা কমান্ডো নামাতে হলো। সব বাহিনীই দেশের প্রয়োজনে, অধিকতর সতর্কতার জন্যে যে কোনও বাহিনীকে কাজে লাগানো হবে, সেটাই স্বাভাবিক । এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই।
নাটক- সিনেমা বলে যারা চিৎকার করছেন, কোমর ভেঙ্গে দিয়েছি, নিয়ন্ত্রণ করে ফেলেছি, আর উঠে দাঁড়াতে পারবে না, প্রতিদিন যারা এসব অহেতুক কথা বলেন, ‘সিরিয়াস কিছু’ নয় যারা বলছেন-তাদের সবারই উপলদ্ধিতে আসা দরকার, যা ভাবছেন বা মনে করছেন, পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। জঙ্গিবাদকে পুঁজি করে সুবিধা নেওয়ার মত অবস্থানে বাংলাদেশ আর নেই। একথা বুঝতে হবে সবাইকে।
Golam Mortoza
 
	    	
Discussion about this post